হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জন্মবার্ষিকীতে পল্লী চিকিৎসক সমিতির শ্রদ্ধা

জাতীয়

আজকের দেশ রিপোর্ট : হোসন শহীদ সোহরাওয়ার্দীর জন্মবার্ষিকীতে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির বিনম্র শ্রদ্ধা জানিয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

গতকাল বুধবার ৮ সেপ্টেম্বর উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ গনতন্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা ও ভালবাসায় দিবসটি স্বরন করছেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সভাপতি ডা. মো. সবুজ আলী ও সাধারণ সম্পাদক ডা. মো. খলিলুর রহমান।

হোসেন শহীদ সোহরাওয়ার্দী এই মহান নেতা ১৮৯২ সালের সেপ্টম্বর ৪ তারিখে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জন্ম গ্রহন করেন ।


বিজ্ঞাপন

দেশের সংকট উত্তরনের জন্য মানুষ এখনো রাজনীতি বিদদের ওপরই বেশি আস্থা শীল ।


বিজ্ঞাপন

তাই রাজনীতির প্রভাব বলয়ের মধ্য থেকেই অপরাজনীতির এই অশুভ বৃত্ত ভাঙার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। রাজনীতিকদের আগামী নির্বাচন নিয়ে নয় বরং আগামী প্রজন্মের জন্যই বেশি মনোযোগ দিতে হবে ।

দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে রাজনীতি বিদরা রাজনীতিঞ্জ হয়ে উঠুন, জাতি মুক্তি লাভ করুক আগামী দিনের অনিশ্চয়তা থেকে দেশের সব সচেতন মানুষ মুক্তিা লাভ করুক জনগন ইহাই প্রত্যাশা করে ।

👁️ 11 News Views