আড়াই ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

অর্থনীতি জাতীয় ঢাকা বানিজ্য সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে আবার তা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। রেলসচিব মো. মোফাজ্জেল হোসেন এ তথ্য জানান।


বিজ্ঞাপন

তিনি জানান, টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে ঢাকা থেকে খুলনাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি দুপুর ১টা ৫০ মিনিটে লাইনচ্যুত হয়ে যায়। এর ফলে উত্তরবঙ্গের সঙ্গে সব ধরনের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলো।

তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে লাইনচ্যুত বগিটিকে যথাস্থানে নেওয়া হয়। এজন্য প্রায় ২ ঘন্টা সময় লাগে। তারপর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।


বিজ্ঞাপন
👁️ 22 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *