সরিষাবাড়ীতে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

Uncategorized অন্যান্য

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি ঃ জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় শরীফুল ইসলাম ফয়সাল (২১) নামে এক যুবকের পুকুরে ডুবে মৃত্যু হয়েছে।শরীফুল ইসলাম ফয়সাল উপজেলার পিংনা ইউনিয়নের বাঘআছড়া গ্রামের আমানত মিয়ার ছেলে।পরিবার সূত্রে জানা যায়,সকাল সাড়ে নয়টায় শরিফুল ইসলাম ফয়সাল বাড়ির পার্শ্বে গোসল করার জন্য পুকুরে ডুব দেয়। ডুব দেওয়ার পর তিনি আর পানি থেকে ওঠে নাই এবং তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্থানীয়রা চেষ্টা করে তার সন্ধান না পাওয়ায় জামালপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন এর ডুবুরি দলকে খবর দিলে তারা এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে। বিষয়টি পিংনা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ নজরুল ইসলাম নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন
👁️ 21 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *