বরিশালে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবা সহ ২ জন গ্রেফতার

Uncategorized অপরাধ

নিজস্ব প্রতিনিধি ঃ বুধবার ৬ জুলাই বিকেল ৩ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিএমপি’র নগর গোয়েন্দা শাখার এসআই পিন্টু পাল এর নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কোতয়ালী মডেল থানাধীন বিসিসি ২৫নং ওয়ার্ডস্থ রুপাতলী কাঠালতলা এছমাইল তালুকদার সড়কের মুখে “রোহান স্টোর” নামক দোকানের দক্ষিণ পাশে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনা কালে ৪০০ পিস ইয়াবা সহ কামরুল ইসলাম @ রুবেল (২৪), পিতা- মৃতঃ হোসেন আলী মোল্লা, মাতা- মৃতঃ পারুল বেগম, সাং- পাতাকাটা, ০৭নং ওয়ার্ড, চাওড়া ইউপি, থানা- আমতলী, জেলা- বরগুনা ও মেহেদী হাসান @ স্বপন (২৩), পিং-মোঃ রফেজ উদ্দিন খান, মাতা-লিলি বেগম, সাং- চন্দ্রা, ০৬নং ওয়ার্ড, চাওড়া ইউপি, থানা- আমতলী, জেলা- বরগুনা কেগ্রেফতার করে।

গ্রেফতার কৃত মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 11 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *