আসুন, আমাদের পরিবারকেই ভালোবাসার নেশা ধরিয়ে দিই

Uncategorized অন্যান্য

বিদ্যুৎ বিহারি ঃ আপনি হয়তো ভাবছেন, মাদকে আক্রান্ত সমাজ থেকে আপনার সন্তান অনেক দূরে আছে, নিরাপদ আছে। আসলেই কি তাই?
এই ব্যস্ততার যুগে, আপনি জানতেও পারছেন না, আপনার সন্তান প্রাইভেট টিউশনের নাম করে কিংবা বন্ধু-বান্ধবীদের জন্মদিনের অনুষ্ঠানের নাম করে কোথায় কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কার সাথে যোগাযোগ করছে, কার সাথে ঘন্টার পর ঘন্টা মোবাইলে আড্ডা দিচ্ছে। উঠতি বয়সের রোমাঞ্চের তাগিদে ভুল করে সে নেশার খাতায় নাম লিখিয়ে ফেলছে না তো? এই ঈদের দিন থেকেই আপনার সন্তানকে আন্তরিকভাবে সময় দেয়া শুরু করুন। তুমুল ভালোবাসার নেশা ধরিয়ে দিন। পারিবারিক ভালবাসার বন্ধন আরো দৃঢ় করে তুলুন, পৃথিবীর সর্বাপেক্ষা উৎকৃষ্ট বন্ধু হিসেবে তার মনের খাতায় আপনার নামটি খোদাই করে দিন। আর তখনই শুধু কোনো প্রকার ভুল করার আগে আপনার সন্তান সাতবার ভাববে, আপনার কাছেই পরামর্শ চাইবে।
ঈদ মোবারক,
এবারের ঈদ হোক পারিবারিক ভালোবাসার কলতানে মুখর!

(মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোন)


বিজ্ঞাপন
👁️ 23 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *