বিএসটিআই খুলনা বিভাগীয় অফিস ও বাগেরহাট জেলা প্রশাসন এর সমন্বয়ে মোবাইল কোর্ট কর্তৃক ৮ টি প্রতিষ্ঠান কে ৭৫০০০ টাকা জরিমানা

Uncategorized আইন ও আদালত

মামুন মোল্লা (খুলনা) ঃ বৃহস্পতিবার ২৭ বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর বিভাগীয় অফিস খুলনা ও বাগেরহাট চিতলমারী উপজেলা প্রশাসনের সমন্বয়ে চিতলমারী উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।

উক্ত মোবাইল কোর্টে পরিচালনা কালে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী মেসার্স কাজী তামিম ট্রেডার্স ও মেসার্স সারিকা এন্টারপ্রাইজ (উভয় রড সিমেন্ট দোকান), চিতলমারী এর ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় (১০০০০ + ১০০০০/-) ২০০০০ টাকা, মেসার্স সাতক্ষীরা ঘোষ ডেয়ারী, চিতলমারী ও মেসার্স বাবুল সুইটস, নালুয়া বাজার, চিতলমারী এর উৎপাদিত দই পণ্যের মোড়ক নিবন্ধন সনদ না থাকায় (১০০০০/- ৫০০০/-) ১৫০০০ টাকা, মেসার্স উত্তরা বেকারী, খরমখালী, চিতলমারী ও মেসার্স মিনা বেকারী, নালুয়া বাজার, চিতলমারী এর উৎপাদিত বিস্কুট, ব্রেড পণ্যের মোড়ক নিবন্ধন সনদ না থাকায় (১০০০০/- + ১০০০০/-) ২০,০০০ টাকা এবং মেসার্স মায়ের দোয়া মৎস আড়ৎ, চিতলমারী ও মেসার্স রুপালী মৎস ভান্ডার, চিতলমারী ওজনে কম প্রদান করায় (১৫০০০/- + ৫০০০/-) ২০০০০ টাকা, অর্থাৎ আইন লঙ্ঘনের দায়ে ৮ টি প্রতিষ্ঠানকে মোট (২০,০০০/- + ১৫০০০/- + ২০,০০০/- + ২০,০০০/-) ৭৫০০০ (পঁচাত্তর হাজার) টাকা জরিমানা করা হয়।

উক্ত মোবাইল কোর্ট সাইয়েদা ফয়জুন্নেছা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, চিতলমারী, বাগেরহাট এর নেতৃত্বে পরিচালিত হয়।

প্রসিকিউটর হিসাবে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর বিভাগীয় অফিস খুলনার কর্মকর্তা রঞ্জিত কুমার মল্লিক, পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন।


বিজ্ঞাপন
👁️ 4 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *