প্রিয়াঙ্কাকে প্রথমে মেনে নেয়নি জোনাস পরিবারের এক সদস্য

বিনোদন

মাত্র এক বছরেরও কম সময়ের প্রেমের সম্পর্ককে বিয়েতে রুপ দেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। বয়সে ১০ বছরে ছোট বরকে মেনে নিতে একবারও আপত্তি দেখাননি অভিনেত্রীর মা। তবে নিকের পরিবারের একজন সদস্য প্রথম দিকে তার প্রেমিকাকে মেনে নিতে পারেনি। সম্প্রতি এমনই এক বোমা ফাটালেন নিকের বড় ভাই কেভিন জোনাস।


বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কেভিন সম্প্রতি একটি টক শো’তে জানিয়েছেন, প্রিয়াঙ্কা খুব দ্রুত তাদের পরিবারের সঙ্গে মানিয়ে নিয়েছিলেন। কিন্তু তার মেয়ে ভ্যালেন্টিয়া প্রথমে প্রিয়াঙ্কাকে ততটা পছন্দ করতেন না।  কেভিন বলেন, ‘আমার ছোট মেয়ে নিকের খুব আদরের। প্রথম যেদিন ও তাকে (প্রিয়াঙ্কা) দেখে সেদিন সোজা গিয়ে নিকের কাঁধ থেকে প্রিয়াঙ্কার হাতটা সরিয়ে দিয়েছিল। পরে অবশ্য সব ঠিক হয়ে যায়। আমরা এখনও এই ঘটনাটা নিয়ে মজা করি।’

‘দ্য লেট লেট শো’তে সঞ্চালক জেমস কর্ডেনের সঙ্গে নিজেদের সাম্প্রতিক রিলিজ ‘সাকার’ নিয়ে কথা বলছিলেন জোনাস ভাইয়েরা।  ‘সাকার’-এর জন্য প্রায় ছয় বছর পরে তাদের ফের একসঙ্গে কাজ করতে দেখা গেল। সেই গানে তিন ভাইয়ের সঙ্গে তাদের জীবনের ভালোবাসার মানুষেরাও ছিলেন।


বিজ্ঞাপন
👁️ 4 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *