ডেসার মেন্টরশিপ প্রোগ্রামে ইভেন্ট সাপোর্ট দেবে মোড় স্পেস

Uncategorized জাতীয় ঢাকা বিজ্ঞান ও প্রযুক্তি রাজধানী শিক্ষাঙ্গন

নিজস্ব প্রতিবেদক  :  ধানমন্ডি গভঃ বয়েজ হাই স্কুল স্কাউট অ্যালামনাই এসোসিয়েশন (ডেসা)-এর মেন্টরশিপ প্রোগ্রাম ‘এলিভেট’ আয়োজনের জন্য নির্দিষ্ট স্থান ও ইভেন্ট সাপোর্ট দেবে মোড় স্পেস লিমিটেড।


বিজ্ঞাপন

গতকাল  বুধবার ১৯ জুলাই, মোড় স্পেস-এর গুলশান কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সম্পর্কিত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ডেসা’র সভাপতি সরোজিত বড়াল ও মোড় স্পেস-এর সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী নাবিলা নওরিন।

নিজেদের যেসব সদস্য পেশাদার জীবনে প্রবেশের অপেক্ষায় আছেন তাদের দক্ষতা উন্নয়নে মেন্টরশিপ প্রোগ্রাম ‘এলিভেট’ আয়োজন করে ডেসা। এই চুক্তির ফলে এখন থেকে একই জায়গায় এই প্রোগ্রামের সেশনগুলো আয়োজন করা হবে।


বিজ্ঞাপন
👁️ 15 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *