সোমালিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৬১

আন্তর্জাতিক

ডেস্ক রিপোর্ট: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে নিরাপত্তা চৌকিতে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৬১ জন নিহত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা বলছেন, নিরাপত্তাবাহিনীর একটি তল্লাশিচৌকির পাশেই গাড়ি বোমা বিস্ফোরিত হয়। আফগোয়ে শহর থেকে রাজধানী মোগাদিসুতে আসা যাওয়ার জন্য ওই সড়কটি ব্যবহার করা হয় বলে সবসময় তা ব্যস্ত থাকে।

স্থানীয় সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বোমা হামলার জন্য ব্যবহৃত ওই ট্রাকটিতে বিস্ফোরক বোঝাই ছিল। ব্যস্ত ওই মোড়টিতে অবস্থিত শুল্ক গ্রহণ বুথ লক্ষ্য করে হামলাটি করা হয়েছে। মূলত যেসব গাড়ি শহরে ঢোকে কিংবা বের হয় তারা ওখানে দাঁড়িয়ে শুল্ক পরিশোধ করে। সে সুযোগ কাজে লাগাতে চেয়েছিল হামলাকারীরা।


বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি ভয়েস অব আমেরিকাকে বলেন, ঘটনাস্থলের চারপাশ রক্তাক্ত হয়ে গেছে। যত্রতত্র পরে আছে বিচ্ছিন্ন মরদেহ।


বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ঘটনাস্থলে এত বেশি লাশ আমি পড়ে থাকতে দেখেছি যে তা গণনা করা আমার জন্য খুব কঠিন ছিল।’

সোমালিয়া সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বোমা হামলায় উল্লেখযোগ্য সংখ্যক মানুষ নিহত হয়েছেন। সেখানকার তোলা ছবিতে দেখা যাচ্ছে যে, অন্তত ১৫টি মরদেহ মাটিতে পড়ে আছে। তবে এখনও কোনো সন্ত্রাসী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

👁️ 8 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *