জাতীয় নির্বাচনে জয়লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে অভিনন্দন জানিয়েছে এফবিসিসিআই নেতৃবৃন্দ

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  :  ঢাকা মঙ্গলবার ৯ জানুয়ারি,  দ্বাদশ জাতীয় নির্বাচনে জয় লাভ করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে শীর্ষ ব্যবসায়ী সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর নেতৃবৃন্দ। এফবিসিসিআই সভাপতি জনাব মাহবুবুল আলমের নেতৃত্বে মঙ্গলবার (০৯ জানুয়ারি, ২০২৪) গণভবনে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান তারা। এসময় মাননীয় প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এফবিসিসিআই নেতারা।


বিজ্ঞাপন

দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন হিসেবে এফবিসিসিআই এর পক্ষ থেকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এফবিসিসিআই সভাপতি। এসময় দেশের অগ্রগতি ও উন্নয়নে অবদান রাখার কথা পুনর্ব্যক্ত করেন ব্যবসায়ী নেতারা।

এসময় অন্যান্যের মধ্যে এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি জনাব মো. আমিন হেলালী, সহ-সভাপতি জনাব খায়রুল হুদা চপল, জনাব মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, ড. যশোদা জীবন দেবনাথ, মিস শমী কায়সার, জনাব রাশেদুল হোসেন চৌধুরী (রনি), জনাব মো. মুনির হোসেন, এফবিসিসিআই পরিচালক ড. মুনাল মাহবুব প্রমুখ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন
👁️ 38 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *