বিএসটিআই’র লোগো দেখে পণ্য কেনার আহ্বান

এইমাত্র জাতীয় স্বাস্থ্য

জনসচেতনতা বৃদ্ধিতে বিএসটিআইতে শিক্ষা সফর

নিজস্ব প্রতিবেদক : পণ্যের মানের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) এর মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন বলেন, বিভিন্ন পণ্য ও সেবার মান প্রণয়নের দায়িত্ব বিএসটিআই’র। পণ্য ও সেবার মান প্রণয়নের পাশাপাশি সরকার নির্ধারিত ১৮১টি পণ্যের অনুকূলে মান সনদ প্রদান এবং সেসকল পণ্যের মান তদারকির দায়িত্ব বিএসটিআই’র। বিএসটিআই’র লোগো ছাড়া এসব পণ্য ক্রয় না করার আহ্বান জানিয়েছে বিএসটিআই মহাপরিচালক। আজ সোমবার রাজধানীর তেজগাঁওস্থ বিএসটিআই প্রধান কার্যালয়ে বিএসটিআইতে শিক্ষা সফরের অংশ হিসেবে বিসিআইসি কলেজের শিক্ষার্থীদের সাথে আলোচনাকালে তিনি এসব কথা বলেন। এ সময় বিএসটিআই ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিসিআইসি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মহাপরিচালক বলেন, মানসম্পন্ন পণ্যের নিশ্চয়তা বিধান বিএসটিআাই’র দায়িত্ব। আমরা সে প্রচেষ্টা অব্যাহত রেখেছি। মান সম্পন্ন পণ্য নিশ্চিত করতে মান সনদ প্রদানের পরে সে মান অনুযায়ী বাজারে পণ্য পাওয়া যাচ্ছে কি-না কিংবা অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করা হচ্ছে কি-না তা যাচাই করতে মোবাইল কোর্ট এবং সার্ভিল্যান্স টিম পরিচালনার সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। মানসম্পন্ন পণ্যের বিষয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে সম্প্রতি বিএসটিআইতে শিক্ষা সফরের ব্যবস্থা চালু করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *