বি চৌধুরীর মৃত্যুতে জাতীয় পার্টি চেয়ারম্যান এর শোক

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  : সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা’র চেয়ারম্যান ডাঃ একিউএম বদরুদ্দোজা চৌধুরী’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আজ এক বিবৃতিতে প্রয়াত রাষ্ট্রপতি ডাঃ বদরুদ্দোজা চৌধুরী’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। একই সাথে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনাও জানিয়েছেন তিনি। মরহুমের রাজনৈতিক ভক্ত ও অনুরাগীদের প্রতিও সহমর্মীতা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।


বিজ্ঞাপন

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, প্রয়াত বদরুদ্দোজা চৌধুরী ছিলেন একজন দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তিত্ব।তিনি আজীবন গণমানুষের কল্যাণে কাজ করেছেন। প্রচন্ড মেধাবী এই মানুষটি এক অনন্য জীবন পেয়েছেন।

চিকিৎসা সেবা, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা, রাজনীতি এবং সমাজ কর্মে অসামান্য সাফল্যে পেয়েছেন ডাঃ বদরুদ্দোজা চৌধুরী। জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, বি চৌধুরী’র মৃত্যুতে দেশ এক অকৃত্রিম অভিভাবক হারালো। তাঁর মৃত্যুতে দেশের রাজনীতিতে এক বিশাল শূন্যতা সৃষ্টি হলো।


বিজ্ঞাপন
👁️ 24 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *