নাশকতার মামলায় নড়াইলের পৌর-মেয়র আনজুমান আরা ও যুবলীগের সেক্রেটারী জেল হাজতে,জয় বাংলা শ্লোগান দেয়ায় ডিম নিক্ষেপ

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সারাদেশ

মো:রফিকুল ইসলাম,(নড়াইল) :  বিএনপির করা নাশকতার মামলায় নড়াইলের পৌরমেয়র আনজুমান আরা ও জেলা যুবলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য খোকন সাহাকে জেল হাজতে প্রেরন করেছে আদালত।


বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০মার্চ) সকালে জেলা ও দায়রা জজ শারমিন নিগার তাদের জামিন না মনজুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। গত ৪ আগষ্ট নড়াইলে রাসেল সেতুর উপর আ.লীগের করা নাশকতার ঘটনায় সদর উপজেলা বি এনপি সাধারন সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ বাদী হয়ে গত ১০ সেপ্টেম্বর সদর থানায় মামলা দায়ের করেন।

এই মামলার ২ নং আসামী খোকন সাহা এবং ২৬ নং আসামী মেয়র আঞ্জুমান আরা। ২৭ জানুয়ারী আসামীগন হাইকোর্টে ৮ সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন। আজ ২০ মার্চ নড়াইলের আদালতে হাজির হবার পরে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন।


বিজ্ঞাপন

এদিকে আসামীদের আদালত থেকে বের হবার সময় স্থানীয় বি এনপি নেতাকর্মীরা হট্টগোল করলে সেনাবাহিনী আদালত চত্তরে হাজির হয়। পরে পুলিশ ও সেনাসদস্যের নিরাপত্তার মধ্যে আসামীদের কারাগারে পাঠানো হয়। গাড়িতে ওঠার সময় মেয়র আনজুমান আরা ও খোকন সাহা জয়বাংলা শ্লোগান দিলে বিক্ষুব্ধ জনগনের মধ্যে একজন মেয়রের গায়ে ডিম ছুড়ে মারে।


বিজ্ঞাপন
👁️ 31 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *