গত ১৭ বছরে বিরোধী দলের উপর অন্যায় অত্যাচার জুলুমের কথা সংবাদ পত্রে আসেনি —— ফারুক

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

‎নোয়াখালী  প্রতিনিধি  :  গত ১৭ বছরে বিরোধী দলের উপর অন্যায় অত্যাচার জুলুমের কথা সংবাদ পত্রে আসেনি। পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিলে সাবেক সংসদ সদস্য ও সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুক এ কথা বলেন।

গতকাল ‎বুধবার ( ২৬ মার্চ ) নোয়াখালীর সেনবাগ প্রেসক্লাব এর আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

‎উক্ত অনুষ্ঠানে সেনবাগ প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত উল্যাহ এর সভাপতিত্বে সঞ্চালনা করেন, সাংবাদিক নূর হোসেন সুমন।
‎ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

‎প্রধান অতিথি জয়নুল আবদিন ফারুক বক্তব্যে দুঃখ প্রকাশ করে বলেন, গত ১৭ বছরে বিরোধী দলের উপর অন্যায় অত্যাচার জুলুমের কথা সংবাদ পত্রে আসেনি।

‎এসময় উপস্থিত ছিলেন, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমান, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) হজরত আলী মিলন, নোয়াখালী জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো: কামাল উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান, নোয়াখালী জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আমিন উল্লাহ বিএসসি, সেনবাগ পৌরসভা বিএনপি’র আহবায়ক আবদুল হান্নান লিটন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সেনবাগ উপজেলার শাখার সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইয়াছিন মিয়াজি, পৌর বিএনপির সাবেক সেক্রেটারী ফারুক বাবুল, সাবেক সেক্রেটারী শহিদ উল্লাহ, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সুলতান সালাউদ্দীন লিটন, কাবিলপুর ইউনিয়ন বিএনপি’র সেক্রেটারী জহিরুল ইসলাম জহির, সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবদুল ওদুদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।


বিজ্ঞাপন
👁️ 2 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *