পাবনা জেলা ছাত্র শিবিরের উদ্দোগে এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনা আনুষ্ঠান অনুষ্ঠিত

Uncategorized গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন রাজনীতি শিক্ষাঙ্গন সংগঠন সংবাদ সারাদেশ

মোঃ নুরুন্নবী (পাবনা) :  বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পাবনা জেলা শাখার উদ্দোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা-২৫ এর এ A+ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগষ্ট ) দুপুরে সাঁথীয়ার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় ।


বিজ্ঞাপন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাবনা জেলা শাখার সভাপতি মোঃ মুন্নাফ হোসেনের সভাপতিত্বে সেক্রেটারি মোঃ রাকিবুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন পাবনা-১ (সাথিয়া-বেড়া) আসনের জামায়াত মনোনীত এমপি পদ প্রার্থী ব্যারিস্টার মাওলানা নাজিবুর রহমান মোমেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম বলেন তোমাদের মেধা , অধ্যবসায় ও শ্রম আজকে এ সাফল্যের পথ সুগম করেছে । তোমাদের এ অর্জন কেবল ব্যক্তিগত নয়, এটি পরিবার, সমাজ ও দেশের জন্য এক বিশাল গর্বের বিষয়। শুধু ভালো রেজাল্ট করাই শেষ কথা নয় । আসল সফলতা হলো, এই অর্জনকে কাজে লাগিয়ে দেশের জন্য, সমাজের জন্য এবং মানবতার জন্য কল্যাণকর কিছু করতে পারা ।


বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এ-প্লাস অর্জন তোমাদের জীবনের এক ধাপ মাত্র, এর পরেও আরো অনেক চ্যালেঞ্জ রয়েছে । আমরা চাই তোমরা জ্ঞান, নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়ে তুলবে। তোমাদের হাতেই আমাদের ভবিষ্যৎ । তোমরা হবে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, সত্য ও ন্যায়ের পতাকাবাহক, এবং মানবতার সেবক ।


বিজ্ঞাপন

অন্যান্য বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন , দেশের আগামীর নেতৃত্ব এ তরুণদের হাতেই গড়ে উঠবে । তোমরাই জাতির ভবিষ্যৎ। আমাদের এ ক্ষুদ্র প্রয়াস তোমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে আমরা আশা করি । তারা আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা গ্রহণ, গবেষণামূলক চিন্তা এবং নৈতিকতা ও চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন । পাশাপাশি শিক্ষার্থীদের জাতি ও সমাজের কল্যাণে নিজেকে এগিয়ে আসার আহ্বান জানান ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আর বক্তব্য রাখেন বেড়া উপজেলা জামায়াতে আমীর মাওলানা আতাউর রহমান, সাঁথীয়া উপজেলা জামায়াতে আমীর সাবেক সফল উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মোখলেসুর রহমান, সাবেক আমীর মুস্তাফিজুর রহমান ফিরোজ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি মোঃ আবুল কালাম আজাদ সহ শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।

অনুষ্ঠানের শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন প্রধান অতিথি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম এবং বিশেষ অতিথি মোঃ ইব্রাহিম হোসেন । এছাড়াও অনুষ্ঠানে ইসলামি গান পরিবেশন করেন পাবনার জনপ্রিয় শিল্পীগোষ্ঠী সৃজন সাহিত্য সাংস্কৃতিক সংসদের ক্ষুদে শিল্পী বৃন্দ।

👁️ 5 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *