
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরিষাবাড়ী উপজেলা শাখার কার্যালয় আরামনগর বাজারের ছাগলের হাট থেকে সরিয়ে দিগপাইত-সরিষাবাড়ী- তারাকান্দি মেইন সড়কের শোলার হাট নামক স্থানে স্থানান্তরিত করা হয়েছে।

এ উপলক্ষ্যে বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বাজার শোলা হাটিতে উপজেলা বিএনপি’র নতুন কার্যালয় এর শুভ উদ্বোধন করা হয়েছে।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে ৩য় বারের মতো জামালপুর জেলা বিএনপি’র সভাপতি পদে নির্বাচিত সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম এর উদ্বোধন করেন।

এ সময় উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী লেকু,কামরাবাদ ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মুন্না, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব রন্টু তালুকদার প্রমুখ সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সরিষাবাড়ী উপজেলার বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সাথে কথা বলে জানা যায়, ১৯৭৯ সালে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার আরামনগর বাজারের ছাগল হাটিতে উপজেলা বিএনপির কার্যালয় প্রতিষ্ঠিত করেন।দীর্ঘ প্রায় ৪৬ বৎসর উপজেলা বিএনপির কার্যালয় হিসেবে স্থানটি নেতাকর্মীদের কাছে খুবই সুপরিচিত ছিলো এবং এটি একটি স্মৃতিময় স্থান।
