নিজস্ব প্রতিবেদক : ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সদস্য ও ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সাংগঠনিক সম্পাদক শহীদ রানার বাবা চাঁন গাজী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও সাধারণ সম্পাদক আকতার হোসেন।

আজ ২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, এক বিবৃতিতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
আজ বৃহস্পতিবার, ২ অক্টোবর সকাল ৯টা ৩০ মিনিটের দিকে রাজধানীর খিলক্ষেতে নিজ বাসায় মৃত্যুবরণ করেন চাঁন গাজী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার বাদ আসর তার প্রথম নামাজে জানাজা খিলক্ষেত বটতলা জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

আগামিকাল শুক্রবার সকালে পটুয়াখালীর বাউফল উপজেলার নারায়নপাশায় নিজ গ্রামের বাড়িতে তাকে সমাহিত করা হবে।
শহীদ রানার মা সুফিয়া বোগম (৭০) বর্তমানে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এক বিবৃতিতে ডিইউজে নেতৃবৃন্দ তার সুস্থতা কামনা করেন ও সবার কাছে দোয়া চান।