খুলনায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন শিক্ষাঙ্গন সারাদেশ

ইন্দ্রজিৎ টিকাদার, (খুলনা) : আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন ১৪ অক্টোবর মঙ্গলবার সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমির সভাকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিতর্ক একটি সৃজনশীল শিক্ষা মাধ্যম। যারা আজ থেকে নিজেকে একজন বিতার্কিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন একদিন তারা সমাজে নেতৃত্ব দিবেন। বিতর্ক যেমন মানুষকে যুক্তিবাদী করে তোলে, তেমনি দেশ ও বিশ্ব সম্পর্কে জানতে সাহায্য করে।

তিনি বলেন, স্কুলভিত্তিক এই বিতর্ক প্রতিযোগিতা শুধু বড়বড় শহরে সীমাবদ্ধ না রেখে গ্রামে ও মফস্বলে ছড়িয়ে দিতে হবে। দেশটা আমাদের তাই দেশ ও জনগণের জন্য কাজ করতে হবে।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ। স্বাগত বক্তৃতা করেন সিনিয়র সাংবাদিক ও আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার আহবায়ক শেখ দিদারুল আলম।


বিজ্ঞাপন

আইইউবি এর প্রতিনিধি মোঃ ফুয়াদ হোসেন ও সাবেক বিতার্কিক সারোয়ার-ই-আক্তার অনুষ্ঠানে বক্তৃতা করেন। ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের আয়োজিত এতে খুলনা প্রান্তিক আবাসিক এলাকা জনকল্যাণ সমিতি সহযোগিতা করে ।পরে প্রধান অতিথি আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন করেন।

বিতর্ক প্রতিযোগিতায় মহানগরের আটটি স্কুলে ৩২ জন শিক্ষার্থী অংশ নেন। আগামী ১৬ অক্টোবর বিতর্ক প্রতিযোগিতায় ফাইনালে খুলনা পাবলিক কলেজ ও নৌবাহিনী স্কুল ও কলেজ একে অপরের মুখোমুখি হবে।

👁️ 43 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *