নোয়াখালীর সেনবাগে রহস্যজনক অগ্নিকাণ্ড! ছরোয়ার মাঝির বাড়ির বিদ্যুৎ মিটারে আগুন-এলাকায় চাঞ্চল্য

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, (নোয়াখালী)  : আজ শনিবার ১ নভেম্বর,  নোয়াখালীর সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের উত্তর কাদরা গ্রামের প্রাইমারি স্কুল সংলগ্ন ডিবি রোডের পূর্বে মোঃ ছরোয়ার মাঝির বাড়িতে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সেনবাগ থানায় অভিযোগ দাখিল।


বিজ্ঞাপন

জানা যায়, ছরোয়ার মাঝির বাড়িটি দীর্ঘদিন ধরে কেয়ারটেকার হিসেবে দেখাশোনা করে আসছেন মোঃ হুমায়ুন কবির (৪৫), পিতা দাইমুল্লাহ। তিনি জানান, “৩১ অক্টোবর রাত ১০টার দিকে শরীর অসুস্থ হয়ে ফকিরহাটের এক ফার্মেসিতে ওষুধ কিনতে গিয়েছিলাম। পরের দিন সকালে প্রতিবেশীরা ফোন করে জানায়, বাড়ির বিদ্যুৎ মিটারে আগুন লেগে পুড়ে গেছে।”

তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখেন, মিটার সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং ঘরের তালা ভাঙা, তবে ঘরের ভেতর কোনো মালামাল চুরি হয়নি। আশপাশের লোকজনদের জিজ্ঞাসা করেও কেউ ঘটনার সাথে জড়িতদের সম্পর্কে কিছু বলতে পারেনি।


বিজ্ঞাপন

এ বিষয়ে হুমায়ুন কবির সেনবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, “অজ্ঞাত কেউ ইচ্ছাকৃতভাবে আগুন দিয়ে পালিয়ে গেছে বলে আমার ধারণা।”


বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির মালিক মোঃ ছরোয়ার মাঝি বর্তমানে বাইরে থাকেন, বাড়িটি বহুদিন যাবত ফাঁকা পড়ে ছিল। অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ও সন্দেহের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত চলছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তি নিশ্চিত করা হোক।

👁️ 146 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *