ফরিদপুরের চরভদ্রাসনে উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দিয়েছেন কৃষকরা

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মো. জাহাঙ্গীর আলম নামে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দিয়েছেন কৃষকরা।


বিজ্ঞাপন

শনিবার (১ নভেম্বর) দুপুরে হরিরামপুর ইউনিয়নের সালেপুর মধ্যপাড়া গ্রামের কৃষক কবির মৃধার বাড়ির উঠানে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষক আব্দুল হালিম মৃধা। এতে আরও উপস্থিত ছিলেন- কৃষক আব্দুল কুদ্দুস, আইয়ুব মৃধা, রাজিয়া বেগম, কুলসুম আক্তারসহ এলাকার বহু কৃষক-কৃষানি।


বিজ্ঞাপন

বক্তারা বলেন, মো. জাহাঙ্গীর আলম তার দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনে কৃষকদের পাশে থেকে আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন তিনি। তিনি শুধু একজন কর্মকর্তা ছিলেন না, কৃষকদের সুখ-দুঃখের সঙ্গী হয়েছিলেন। তার নিষ্ঠা, পরামর্শ ও সহযোগিতায় এলাকার কৃষক সমাজ উপকৃত হয়েছে।


বিজ্ঞাপন

সভাপতি আব্দুল হালিম মৃধা বলেন, জাহাঙ্গীর আলম আমাদের পরিবারের একজন সদস্যের মতো ছিলেন। তার মতো একজন সহৃদয় কর্মকর্তা পেয়ে আমরা নিজেদের ধন্য মনে করি। তাই কৃতজ্ঞতার নিদর্শনস্বরূপ আমরা সবাই মিলে আজকের এ সংবর্ধনার আয়োজন করেছি।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, আমি ভাবতেও পারিনি আমার জন্য এমন একটি ভালোবাসা ভরা আয়োজন করা হয়েছে। কেউ আগে কিছু বলেনি, শুধু ডেকেছিল প্রয়োজন আছে বলে। এখানে এসে দেখি আমার জন্য সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এটা আমার জীবনের এক অবিস্মরণীয় মুহূর্ত।

এ সময় অনুষ্ঠান শেষে তাকে ক্রেস্ট ও ফুল দিয়ে সম্মাননা জানানো হয়।

👁️ 71 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *