
মোঃ সাইফুর রশিদ চৌধুরী : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গোপালগঞ্জ জেলার তিনটি আসনে তাদের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে।

দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী—গোপালগঞ্জ–১ (মুকসুদপুর–কাশিয়ানী) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম মোল্লা,গোপালগঞ্জ–২ (গোপালগঞ্জ সদর–কাশিয়ানী) আসনে মনোনয়ন পেয়েছেন ডা. কে এম বাবর আলী ও গোপালগঞ্জ–৩ (টুংগীপাড়া–কোটালীপাড়া) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন এস. এম. জিলানী।
দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে এই তিন প্রার্থীর নাম নিশ্চিত করা হয়েছে। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে প্রার্থীরা নিজ নিজ এলাকায় গণসংযোগ, কর্মীসভা ও সংগঠন পুনর্গঠনের কাজ শুরু করেছেন।

বিএনপি নেতারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জ জেলায় এবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। স্থানীয় পর্যায়ে দলীয় নেতাকর্মীরা তিন প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ শুরু করেছেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই তিন মনোনীত প্রার্থীর মাধ্যমে গোপালগঞ্জে বিএনপি নতুনভাবে মাঠে গতি পেয়েছে, যা আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ সৃষ্টি করতে পারেন।
