চর রাজিবপুর উপজেলার মোহনগঞ্জে বিএনপির ৩১ দফার প্রচারণায় লিফলেট বিতরণ

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

মোখলেছুর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম) : চর রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নে বিএনপির ৩১ দফার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন রাজিবপুর উপজেলা বিএনপির সন্মানিত আহবায়ক অধ্যাপক মোখলেছুর রহমান ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার ওয়ার্ড, গ্রাম ও পাড়া-মহল্লায় লিফলেট বিতরণ এবং ভোট প্রার্থনা কার্যক্রম পরিচালনা করছে তারা।


বিজ্ঞাপন

উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মোখলেছুর রহমান জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণের পাশাপাশি ধানের শীষে ভোট চাওয়ার প্রচারণা জোরদার করা হয়েছে। উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে শহর পর্যন্ত ধারাবাহিকভাবে এ কার্যক্রম চলছে।

তিনি আরও জানান, এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান (অব আর্মি), আহবায়ক সদস্য আলমাছ হোসেন, আহবায়ক সদস্য ফরিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির আহবায়ক আজিজুর রহমান মাস্টার, সদস্য সচিব রুহুল আমিন, ইউনিয়ন যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব আতাউর রহমান, যুগ্ম আহবায়ক ফারুকুল ইসলাম মাস্টার, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম রুবেল, আহবায়ক সদস্য আমজাদ হোসেন, আহবায়ক সদস্য মোখলেছুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শামীম আহমেদ, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা, সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা প্রচারণায় অংশ নেন।


বিজ্ঞাপন

প্রচারণার অংশ হিসেবে মোহনগঞ্জ পুরাতন বাজার ও নতুন বাজারের বিভিন্ন গলিতে নেতাকর্মীরা লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন।


বিজ্ঞাপন
👁️ 132 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *