
মোহাম্মদ মাসুদ (চট্টগ্রাম) : বিদেশের মাটিতে কর্মগুণে সফল মেয়র হিসেবে হলেন সম্মানিত ও পুরষ্কৃত। বিদেশ সফরে অবস্থাকালেও মেয়র রেখেছেন দেশের খবর। তিনি কর্মস্থলের সিটি কর্পোরেশনের নিয়মিত খবর রেখেছেন। সফর শেষে দেশে ফিরেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

লন্ডনে তিনি দীর্ঘ প্রায় এক মাসের সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাত, সফল মেয়র দায়িত্বকালীন কাজের স্বীকৃতি স্বরুপ পদক গ্রহণ, লন্ডনে দাপ্তরিক উচ্চ পর্যায়ের মতবিনিময় সভা, গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রতিষ্ঠানের সাথেসৌহার্দ্যপূর্ণ বৈঠকসহ নানা প্রতিষ্ঠান ও কার্যালয়ে পরিদর্শন করেন।
আজ ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুর সাড়ে বারটায় থাই এয়ারওয়েজ এর ফ্লাইটে ব্যাংকক হতে ঢাকা বিমানবন্দর পৌছালে মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন।

এসময় উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম। এসময় মেয়র চট্টগ্রামের চলমান উন্নয়ন ও নাগরিক সেবা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং নাগরিকসেবার বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।

গত ৮ নভেম্বর সকাল ১০টা ৪৫ মিনিটে কাতার এয়ারওয়েজের বিমানে ঢাকা থেকে দোহা, এবং সেখান থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেন মেয়র। সফরকালে মেয়র লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাত করেন। এছাড়া, ইংল্যান্ডের বার্মিংহাম সিটি কাউন্সিলের লর্ড মেয়র জাফর ইকবালের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বৈঠক করেন মেয়র।
সফরকালে জলাবদ্ধতা নিরসনে বিশেষ অবদান রাখায় লন্ডনে সফররত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে “লেটার অফ অ্যাপ্রিসিয়েশন” প্রদান করে চট্টগ্রাম সমিতি লন্ডন।
ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই) এর লন্ডন সদর দপ্তরে একটি উচ্চ পর্যায়ের মতবিনিময় সভায় অংশ নেন মেয়র। মেয়র যুক্তরাজ্যের ক্র্যানফিল্ড বিশ্ববিদ্যালয় সফর করেন এবং লন্ডনের স্ট্রাটফোর্ডে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের চ্যারিটি শপ ও কার্যালয় পরিদর্শন করেন।
