
নরসিংদী প্রতিনিধি : নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় শিক্ষার মানোন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় আয়োজন হিসেবে বি.জে.এস.এম (Brave Jubilant Scholars of Monohardi) মডেল কলেজে লাইলি সিরাজ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। “মেধা বিকাশে ক্ষুদ্র প্রচেষ্টা – Know Thyself” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ পরীক্ষার প্রথম দুই ধাপ গত ১২ ও ১৩ ডিসেম্বর কলেজ ক্যাম্পাসে শান্ত, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশে সম্পন্ন হয়। পরীক্ষার চূড়ান্ত ও শেষ অংশ আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই মেধাবৃত্তি পরীক্ষায় মনোহরদী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। উপজেলার শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পরীক্ষাটি নিয়ে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়। মেধাবৃত্তি পরীক্ষাকে কেন্দ্র করে কলেজ প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, যা শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দেয়।
পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় বি.জে.এস.এম মডেল কলেজ ক্যাম্পাস, যেখানে প্রশ্নপত্র প্রণয়ন, পরীক্ষার সময়সূচি, শৃঙ্খলা রক্ষা ও উত্তরপত্র সংগ্রহে সর্বোচ্চ স্বচ্ছতা ও নিয়মনীতি অনুসরণ করা হয়। আয়োজক সংস্থা ও কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার পরিবেশ নিরাপদ ও নিরপেক্ষ রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করে।

পরীক্ষাকালীন সময় কেন্দ্র পরিদর্শন করেন তৌফিক সুলতান স্যার ও প্রফেসর মঞ্জিল মোল্লা। তাঁরা পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের আন্তরিকতায় সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শন শেষে তৌফিক সুলতান স্যার বলেন, “মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, অধ্যবসায় ও নৈতিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের যোগ্য নেতৃত্ব তৈরি করবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নিজেকে চিনতে ও নিজের সামর্থ্য আবিষ্কার করতে সহায়তা করে।” তিনি আরও বলেন, “বি.জে.এস.এম মডেল কলেজ ও লাইলি সিরাজ ফাউন্ডেশনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে এবং নিয়মিত হলে এ এলাকার শিক্ষার মান আরও উন্নত হবে।”

কলেজ কর্তৃপক্ষ জানান, এই মেধাবৃত্তি পরীক্ষার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মেধা অন্বেষণ ও বিকাশ, পড়ালেখায় প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা। পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের মাঝে পর্যায়ক্রমে মেধাবৃত্তি, সনদপত্র ও সম্মাননা প্রদান করা হবে, যা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
বি.জে.এস.এম মডেল কলেজ প্রতিষ্ঠিত হয় ০৯ সেপ্টেম্বর ২০০৯ সালে এবং এটি রসুলপুর, হাতিরদিয়া, মনোহরদী, নরসিংদী এলাকায় অবস্থিত। কলেজ কোড ৩০৭৪। প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি গুণগত শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। শিক্ষাবিদ ও অভিভাবকরা মনে করছেন, এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের লক্ষ্যনির্ধারণে সহায়ক হবে এবং মনোহরদী উপজেলার সামগ্রিক শিক্ষা উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
