গোপালগঞ্জে আল্লামা শামসুল হক ফরিদপুরীর কবর জিয়ারতের মধ্য দিয়ে জাতীয় ছাত্রশক্তির পথচলা শুরু

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  : দক্ষিণবঙ্গের প্রখ্যাত আলেম ও ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব আল্লামা শামসুল হক ফরিদপুরী (র.)-এর কবর জিয়ারত এবং তাঁর প্রতিষ্ঠিত মাদ্রাসার উলামায়ে কেরামদের নিকট দোয়া গ্রহণের মাধ্যমে গোপালগঞ্জ জেলা জাতীয় ছাত্রশক্তির নবগঠিত আহ্বায়ক কমিটি তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে।


বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর,   দুপুর ১২ টা ৩০ মিনিটে আয়োজিত এই দোয়া অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ‘জুলাই যোদ্ধা’ ওসমান হাদীর সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

​উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি গোপালগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত আহ্বায়ক মো: জামিল রশিদ ও সদস্য সচিব লিমন মোল্লা।


বিজ্ঞাপন

এছাড়াও জাতীয় নাগরিক পার্টির পক্ষে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের মনোনয়ন প্রত্যাশী ও জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আরিফ শেখ এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য মুফতি ইনজামুল হকসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।


বিজ্ঞাপন

​মাজার জিয়ারত ও দোয়া শেষে নেতৃবৃন্দ গোপালগঞ্জের পুলিশ সুপার ও জেলা প্রশাসক মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করেন এবং প্রশাসনের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন। ছাত্রশক্তির আহবায়ক জামিল রশিদ জানান, তারা একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে ছাত্রসমাজকে সাথে নিয়ে কাজ করে যেতে বদ্ধপরিকর।

👁️ 42 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *