
রংপুর প্রতিনিধি : রংপুর মিঠাপুকুর উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তার পাশে ঘুমিয়ে থাকা দুস্থ ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন আমরা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মোঃ রাশেদুল ইসলাম।

চলতি শীত মৌসুমে দুই শতাধিক শীতার্তদের মধ্যে শীতবস্ত্র (কম্বল)ছাড়াও ছোট বাচ্চাদের জন্য শীতবস্ত্র (জ্যাকেট)উপহার দেন তিনি।
এসময় সংগঠনটির প্রতিষ্ঠাতাঃ মোঃ রাশেদুল ইসলাম বলেন, মানুষ মানুষের জন্য। তাই মানবসেবার পাশাপাশি সমাজের সুবিধা বঞ্চিতদের জন্য “আমরা ফাউন্ডেশন” এর এই উপহার।”আমরা ফাউন্ডেশন” এর উদ্যোগে প্রতিবছর কনকনে শীতের সময় সংস্থার পক্ষ থেকে এই কার্যক্রম গ্রহণ করা হয়। আমরা সবাই মিলে একসঙ্গে বসবাস করার পাশাপাশি সুন্দর একটি দেশ ও সমাজ সকলে মিলেই গড়তে চাই।

উল্লেখ্য যে,”আমরা ফাউন্ডেশন”২০২২-প্রতিষ্ঠার পর থেকে মোঃ রাশেদুল ইসলাম বিভিন্ন মানবিক কাজগুলো করে আসছেন।

