
নিজস্ব প্রতিবেদক (সিলেট) : খনিজ বালি পাথর সমৃদ্ধ সীমান্ত নদী জাদুকাটায় পরিবেশধ্বংসী ইঞ্জিনযুক্ত ড্রেজার সেইভ মেশিনে খনিজ বালি চুরির ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ ২৪ জনের নামে সুনামগঞ্জের তাহিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা হয়েছে ষ্টিল বডি, কাঠ বডি ট্রলার, ড্রেজার, সেইভ ইঞ্জিন সহ চুরির খনিজ বালি।

গত শনিবার (১৭ জানুয়ারি) রাতে জব্দকৃত আলামত সহ পুলিশ বাদী হয়ে ওই মামলাটি দায়ের করে। মামলার আসামিরা হলেন, উপজেলার লাউড়গড়ের খাজা মাঈনুদ্দীন, বিন্নাকুলির সোহেল, জাঙ্গালহাটির ফারুক , ঘাগটিয়ার আব্দুলাøহ,একই গ্রামের শুর আলম,ঘাগড়ার আল আমিন,বারহাল গ্রামের আব্দুল কুদ্দুছ সহ ৯ জনের নামোল্ল্র্যেখ করে অজ্ঞাত নামা ১০ থেকে ১৫ জন।
তাহিরপুর থানায় দায়েরকৃত মামলা ও স্থানীয় সুত্র জানায়, শনিবার (১৭ জানুয়ারি) উপজেলার উপজেলার বাদাঘাট ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি একাধিক মামলার আসামি লাউরগড় গ্রামের খাজা মাঈনুদ্দীনের মদদে অভিযুক্ত আসামিরা পরস্পরের যোগসাজসে ঘাগটিয়া গ্রামের জাদুকাটা নদীর পশ্চিম পাড় (তীরে) পরিবেশধ্বংসী ড্রেজার, সেইভ মেশিনে ১০ থেকে ১৫ জন শ্রমিক নিয়োজিত করে পাহাড়া বসিয়ে খনিজ বালি চুরি করতে থাকে।

খবর পেয়ে থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা অভিযানে নেমে সাড়ে ১২ লাখ টাকা মুল্যের একটি ষ্টিল বডি (ড্রেজারসহ ইঞ্জিনযুক্ত) ট্রলার, দুটি কাঠ বডি (সেইভ সহ ইঞ্জিনযুক্ত) ট্রলার , ৪’শ ঘনফুট চুরির খনিজ বালি জব্দ করে।

রবিবার সুনামগঞ্জ পুলিশ সুপার (এসপি) এবি এম জাকির হোসেন বলেন, অতীত রেকর্ড অনুযায়ি একাধিক সিন্ডিক্যাটের মদদে ‘মব’ তৈরি করে, বিজ্ঞ ম্যাজিষ্ট্রেটের উপর হামলা করে জাদুকাটা নদীর পূর্ব-পশ্চিম (পাড়) তীরে, সীমানা বহি:র্ভুত চরে,পাড় কেটে, কোয়ারি তৈরি করে,পরিবেশধ্বংসী সেইভ ড্রেজারে খনিজ বালি পাথর চুরি, লুটের পাশাপাশী চাঁদাবাজি করা করেছে।
আইন, নীতিমালা,ইজারাবহি:র্ভুত সীমানায় তীর (পাড়) কেটে,কোয়ারি তৈরি করেপরিবেশধ্বংসী ড্রেজার, সেইভ মেশিনে রাষ্ট্রীয় সম্পদ খনিজ বালি পাথর চুরি, লুট, চাঁদাবাজি করার চেষ্টা করলেই যে যত বড় প্রভাবশালী চক্রই কিংবা সিন্ডিক্যাট হোক না কেন তাদের অপরাধ প্রবণতা, রাষ্ট্রীয় সম্পদ লুপাট প্রতিরোধে কঠোর আইনি ব্যবস্থা নিতে তাহিরপুর থানা,বাদাঘাট তদন্ত কেন্দ্র,ডিবি পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার।
