
নিজস্ব প্রতিবেদক : বিএনপি থেকে মানিকগঞ্জ-২ আসনের নির্বাচন পরিচালনার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট মোঃ আনোয়ার হোসাইন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ ২ আসনে নির্বাচনী প্রচারণা এবং নির্বাচন কার্যক্রম সুষ্ঠু ও সুসংগঠিতভাবে পরিচালনায় সহায়তা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ হতে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট জনাব মোঃ আনোয়ার হোসাইনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কার্যালয় থেকে আজ (২৯ জানুয়ারি) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দপ্তর সম্পাদক জনাব মোঃ জিয়াউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি ও বিএনপি নেতৃত্বাধীন জোট মনোনীত প্রার্থীদের নির্বাচনী প্রচারণা এবং নির্বাচন কার্যক্রম সুষ্ঠু ও সুসংগঠিতভাবে পরিচালনায় সহায়তা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ হতে আপনাকে (বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এবং সিংগাইর উপজেলা বিএনপির সদস্য এডভোকেট জনাব মোঃ আনোয়ার হোসাইন) মানিকগঞ্জ-২ আসনে দায়িত্ব দেওয়া হলো।

আমরা দৃঢ় বিশ্বাস করি যে আপনার উপর অর্পিত দায়িত্ব সততা, আন্তরিকতা, নিষ্ঠা ও দক্ষতার সাথে পালন করবেন।
এদিকে এডভোকেট আনোয়ার হোসাইনকে নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়ায় তাঁর শুভাকাঙ্ক্ষী এবং মানিকগঞ্জ ও সিংগাইর উপজেলা বিএনপি আনন্দ প্রকাশ করেছে। তাকে এ দায়িত্ব দেওয়ায় সকলেই খুশী। একজন সৎ, যোগ্য সদস্য হিসেবে উপজেলায় তার খ্যাতি রয়েছে।
