পরিবেশক এর সঙ্গে সালিশি মামলায় ইউনিলিভার বাংলাদেশের পক্ষে আদালতের চূড়ান্ত রায়

Uncategorized আইন ও আদালত কর্পোরেট সংবাদ জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বানিজ্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন রাজধানী সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  : সাবেক পরিবেশক মাসুদ অ্যান্ড ব্রাদার্স ও অগ্রণী ট্রেডিং কর্পোরেশন কর্তৃক জেলা ও দায়রা জজ আদালত, ঢাকায় দায়েরকৃত সালিশি বিবিধ মামলা নং ৪৩৬/২০২৫ ও ৪৩৭/২০২৫–এ অতিরিক্ত জেলা জজ আদালত নং ২, ইউনিলিভার বাংলাদেশ এর পক্ষে চূড়ান্ত রায় দিয়েছে  উক্ত মামলাগুলোতে পরিবেশকরা তাদের পরিবেশক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেন এবং উক্ত বাতিল নোটিশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা (ইনজাংশন) ও সংশ্লিষ্ট এলাকায় নতুন পরিবেশক নিয়োগে নিষেধাজ্ঞা প্রদানের আবেদন করেন।


বিজ্ঞাপন

২৯.০১.২০২৬ তারিখে, উক্ত মামলাসমূহে অতিরিক্ত জেলা জজ আদালত নং- ২ পরিবেশকদের আবেদনে কোনো যুক্তিসঙ্গত কারণ (মেরিট) না পাওয়ায় সালিশি বিবিধ মামলাগুলো খারিজ করে দিয়ে ইউনিলিভার বাংলাদেশের পক্ষে চূড়ান্ত রায় প্রদান করেন।

এই সালিশি বিবিধ মামলা দায়েরের পূর্বে পরিবেশকরা আইনগতভাবে ভুল ফোরামে দুইটি ঘোষণামূলক মামলা (Declaration Suit) ও দুইটি অর্থ মামলা (Money Suit) দায়ের করেন। আইনগত গ্রহণযোগ্যতার অভাবে (Maintainability) আদালত উক্ত ঘোষণামূলক মামলাগুলো খারিজ করে দেন প্রাথমিক পর্যায়ে আদালতে প্রত্যাখ্যিত  হওয়ার পর পরিবেশকরা ইউনিলিভারের বিরুদ্ধে এই সালিশি বিবিধ মামলাগুলো দায়ের করে নিষেধাজ্ঞা প্রার্থনা করেন।


বিজ্ঞাপন

২৮.০১.২০২৬ তারিখে অতিরিক্ত জেলা জজ আদালত মামলাগুলোর মেরিটের ওপর শুনানি গ্রহণ করেন। শুনানিকালে ইউনিলিভার বাংলাদেশ আদালতে তাদের অবস্থান স্পষ্টভাবে উপস্থাপন করে এবং প্রমাণ করে যে পরিবেশক নিয়োগ বাতিল সম্পূর্ণ আইনানুগভাবে ও পরিবেশক চুক্তির শর্তানুযায়ী সম্পন্ন করা হয়েছে একইসঙ্গে ইউনিলিভার আদালতকে অবহিত করে যে পরিবেশকরা বিভিন্ন আদালতে মামলা দায়েরের সময় একাধিক গুরুত্বপূর্ণ নথি গোপন করেছেন এবং বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেছেন।


বিজ্ঞাপন

উভয় পক্ষের শুনানি শেষে আদালত ২৯.০১.২০২৬ তারিখে আদেশ প্রদানের দিন ধার্য করেন।আজ আদালত পরিবেশকদের আবেদনে কোনো যুক্তিসঙ্গত কারণ না থাকায় সালিশি বিবিধ মামলাগুলো খারিজ করে দিয়ে ইউনিলিভার বাংলাদেশের পক্ষে রায় প্রদান করেন।

এই রায়ের মাধ্যমে নিশ্চিত হয়েছে যে ইউনিলিভার বাংলাদেশ আইনসম্মতভাবে পরিবেশক নিয়োগ বাতিল করেছে এবং নতুনভাবে নিয়োগপ্রাপ্ত পরিবেশকের মাধ্যমে স্বাভাবিক ও নির্বিঘ্নভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারবে।

ইউনিলিভার বাংলাদেশের পক্ষে ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ আশিম ও ব্যারিস্টার তানিম হোসেন শাওন আদালতে উপস্থিত ছিলেন। অপরদিকে পরিবেশকদের পক্ষে অ্যাডভোকেট ওমর ফারুক (ফারুকী) ও ব্যারিস্টার আবির আব্বাস উপস্থিত ছিলেন।

👁️ 18 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *