আইবিএতে ইবিডি প্রথম ব্যাচের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত 

Uncategorized অর্থনীতি কর্পোরেট সংবাদ জাতীয় ঢাকা বানিজ্য বিশেষ প্রতিবেদন রাজধানী সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  :  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)-এ সম্প্রতি এন্টারপ্রেনারশিপ অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট (ইবিডি) প্রোগ্রাম এর প্রথম ব্যাচের সফল সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রাইম ব্যাংকের সহযোগিতায় পরিচালিত এই কর্মসূচির লক্ষ্য ছিল আগ্রহী উদ্যোক্তাদের টেকসই ব্যবসায়িক উন্নয়ন ও উদ্ভাবনের জন্য প্রয়োজনীয় আধুনিক জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা প্রদান করা।


বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রফেসর ড. খালেদ মাহমুদ। তিনি দক্ষ ও ভবিষ্যতের উদ্যোক্তা গঠনে কাঠামোবদ্ধ উদ্যোক্তা শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন প্রফেসর ড. মো. মহিউদ্দিন, প্রফেসর ড. মোহাম্মদ রিদওয়ানুল হক (সমন্বয়ক, এমডিপি) এবং প্রফেসর শেখ মোরশেদ জাহান। তারা ইবিডি প্রোগ্রামের লক্ষ্য, উদ্দেশ্য ও উদ্যোক্তা বিকাশে এর দীর্ঘমেয়াদি প্রভাব সম্পর্কে আলোচনা করেন।

এম. নজিম এ. চৌধুরী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, প্রাইম ব্যাংক পিএলসি অনুষ্ঠানে শিল্প ও শিক্ষাঙ্গনের মধ্যে শক্তিশালী সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি ইবিডি প্রোগ্রামের মতো উদ্যোগের মাধ্যমে উদ্যোক্তা উন্নয়নে প্রাইম ব্যাংকের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


বিজ্ঞাপন

অনুষ্ঠানের শেষপর্বে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণের মাধ্যমে কর্মসূচির সফল সমাপ্তি ঘোষণা করা হয়।


বিজ্ঞাপন
👁️ 25 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *