করোনায় মৃত্যু ৫ লাখ ছাড়িয়েছে

আন্তর্জাতিক স্বাস্থ্য

ডেস্ক রিপোর্ট : করোনা মহামারিতে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা অবশেষে ৫ লাখ ছাড়িয়ে গেছে। সর্বমোট আক্রান্ত হয়েছে এক কোটিরও বেশি মানুষ। করোনায় মৃতদের দুই তৃতীয়াংশই যুক্তরাষ্ট্র ও ইউরোপের নাগরিক।


বিজ্ঞাপন

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ পরিসংখ্যান বলছে, বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছে মোট এক কোটি ২৪ লাখ ৩৭৭ জন। এদের মধ্যে রোববার গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৩ হাজার ১৭২ জন।

করোনায় মোট মারা গেছে ৫ লাখ ৪ হাজার ৪৬৬ জন। এদের মধ্যে রোববার একদিনেই মারা গেছে ৩ হাজার ৪৫৪ জন।

তবে আশার কথা এই যে, মৃত্যুর তুলনায় সুস্থতার সংখ্যা অনেক বেশি। বিশ্বজুড়ে মোট সুস্থ হয়েছেন ৫৫ লাখ ৫৬ হাজার ৬৩৪ জন। এখনও করোনা আক্রান্ত রয়েছে আরও ৪১ লাখ ৮৮ হাজার ২৭৭ জন।

এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৪৩৭ জন মারা গেছে।

এছাড়া মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে মোট মৃত্যু হয়েছে ৫৭ হাজার ৬২২ জনের এবং তৃতীয় সর্বোচ্চ মৃত্যু যুক্তরাজ্যে ৪৩ হাজার ৫৫০ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে সর্বপ্রথম এই ভাইরাসের আবির্ভাব ঘটে। এরপর একে একে বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।