কাওরান বাজারে রেললাইনের বস্তি উচ্ছেদ

রাজধানী

নিজস্ব প্রতিবেদক: কারওয়ান বাজার সংলগ্ন রেললাইনের দুপাশের ঝুপড়ি ঘর উচ্ছেদ করেছে পুলিশ। ডিএমপির তেজগাঁও বিভাগের উপ কমিশনার হারুন অর রশীদ উচ্চেদের বিষয়টি নিশ্চত করেছেন। তিনি জানান, রেললাইনের দুই পাশের বেশ কিছু অবৈধ ঝুপড়ি ঘড় ছিল। আইনশৃঙ্খলার স্বার্থে সেগুলে উচ্ছেদ করা হয়েছে।তবে কাউকে আটক করা হয়নি
এদিকে তেজগাঁও জোনের একজন এডিসি জানান,এসব ঝুপড়ি ঘড়গুলোকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ীসহ অপরাধীরা তাদের অপরাধমূলক কার্যক্রম চালাতো। এরকম অভিযোগের প্রক্ষিতে এসব ঝুপড়ি ঘড় উচ্ছেদ করা হয়।


বিজ্ঞাপন
👁️ 18 News Views