হিযবুত তাহরীর সদস্য গ্রেফতার

অপরাধ

নিজস্ব প্রতিবেদক: এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে হুমায়ূন কবির নামে হিযবুত তাহরীরের সদস্যকে গ্রেফতার করেছে।
এটিইউ জানায়, খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন ভান্ডারপাড়া এলাকা হতে হুমায়ন কবিরকে গ্রেফতার করা হয়। তার বাবার নাম মৃত কওছার আলী। খুলনার ডমুরিয়ার ভান্ডারপাড়ায় তাদের বাড়ি। সে হিযবুত তাহরীর একজন সক্রিয় সদস্য এবং গুলশান থানার মামলার মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ২৮/৩১/৩৫ মামলা রয়েছে। গ্রেফতারের সময় তার নিকট হতে ব্যবহৃত একটি মোবাইল ফোন, দুটি মোবাইল সীম কার্ড, ০৫ (পাঁচ) টি জিহাদী বই এবং একটি এনআইডি কার্ড উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন
👁️ 6 News Views