মিটফোর্ডে অনুমোদন বিহীন ঔষধ রাখার অপরাধে জেল জরিমানা

অপরাধ আইন ও আদালত রাজধানী স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক : মহাপরিচালক মহোদয়ের নির্দেশে শনিবার Rab-১০ ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের যৌথ উদ্যোগে মিটফোর্ড এলাকায় আলি চেয়ারম্যান মার্কেটে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে মিসব্যান্ডেড ও অনুমোদন বিহীন ঔষধ রাখার অপরাধে ০৫ টি ফার্মেসী কে ৬ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয় এবং নকল ও অনুমোদন বিহীন ঔষধ রাখার অপরাধে মেসার্স মিজান মেডিকেল হল(সিলগালা করা হয়) এর মালিক মোঃ মিজানুর রহমান কে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ ঔষধ (যার আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা)জব্দ করে ধ্বংস করা হয়।
অভিযানের সার্বিক সহযোগিতায় ছিলেন -মোঃ সামছু উদ্দিন এডি, মোঃ ইকবাল হোসেন এডি, ফারজানা শবনম বৈশাখী এসডি ও আবুল হাসান ডিআই।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন
👁️ 5 News Views