নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনায় মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এর নেতৃত্বে মুন্সীগঞ্জ সদরের কাটাখালি বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
মূল্য তালিকা প্রদর্শন না করায় তিনটি মুদি দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জরিমানা করা হয়।
এছাড়া সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়, ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় করার জন্য বলা হয়।
অভিযানে সহায়তা করেন ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জ এর একটি টিম ও পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর । জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

👁️ 16 News Views
