
মোঃ সাইফুর রশিদ চৌধুরী : মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সারাদেশে ন্যায় গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশনার অনুষ্ঠানের আয়োজন করে। জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত-এর পরিচালনায় এই বিশেষ আয়োজনে পরিবেশিত হয় কালজয়ী ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান’।

সোমবার ১৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে গোপালগঞ্জ পৌরসভার উম্মুক্ত মঞ্চে এই অনুষ্ঠানের সূচনা করা হয় । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। স্বর্নকলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহানার পারভীন অনুষ্ঠানটি উপস্হাপনা করেন। মঞ্চ সজ্জায় ছিল বিশেষ আকর্ষণ— একটি পুরানো মডেলের রেডিও’র বড় ছবি এবং লাল-সবুজের পটভূমিতে ‘১৫ ডিসেম্বর ২০২৫, ৬৪ জেলায় একসাথে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান’ লেখা ব্যানার।
অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা অংশগ্রহণ করেন এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। গান পরিবেশনকারী দলগুলোর মধ্যে ছিল গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী, জেলা শিশু একাডেমি, ত্রিবেনী গন সাংস্কৃতিক সংস্থা, সুরসন্ধান শিল্পী গোষ্ঠী, উদিচী জেলা সংসদ, সোনার তরী শিল্পী গোষ্ঠী, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, বন্ধন শিল্পী গোষ্ঠী, অনিতা নৃত্যকলা ও ঘুঙ্ঘুর নৃত্যালয়।

এসময় জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে সকলকে কাজ করার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন যে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানগুলো ছিল সেই সময়ের সাহস ও প্রেরণার অন্যতম উৎস। সাংস্কৃতিক আয়োজনটির ভূয়সী প্রশংসা করেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। মন মুগ্ধকর এই দেশাত্মবোধক পরিবেশনা উপভোগ করতে বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক দর্শক শ্রোতা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন।

