নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনায় মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এর নেতৃত্বে মুন্সীগঞ্জ টংগিবাড়ির বেতকা চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
মিষ্টির খালি বাক্সের ওজন বৃদ্ধি করে ওজনে কারচুপি করায় একটি মিষ্টির দোকান কে এবং লাইসেন্স বিহীন ভাবে ওষুধ ও সিরাপ বিক্রি করায় একটি কনফেকশনারি কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জরিমানা করা হয়।
এছাড়া সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়, ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় করার জন্য বলা হয়। অভিযানে সহায়তা করেন টংগিবাড়ি থানার পুলিশের একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর । জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

👁️ 23 News Views
