নিজস্ব প্রতিনিধি : সাংবাদিক পীর হাবিবুর রহমানের ভাবমুর্তী ক্ষুন্ন করতে দীর্ঘদিন যাবত চলছে নানা মুখী ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রের বহিপ্রকাশ ঘটিয়েছে ষড়যন্ত্রকারী চক্র।
গত রাতে ষড়যন্ত্রকারীর গুজব রটিয়ে সাংবাদিক পীর হাবিবুর রহমানের উত্তরাস্হ ৪নং সেক্টর,৯নং সড়কের ৩০নং সাবায় অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। পরিস্হিতি নিয়ন্রে পুলিশ আসলেও ষড়যন্ত্রকারী সন্রাসীরা কর্তব্যরত পুলিশের সঙ্গে কয়েক দফা সংঘর্ষে লিপ্ত হয়। একপর্যায়ে পুলিশ সন্রাসীদের দমন করে পরিস্হিতি নিয়ন্রনে আনে।

👁️ 10 News Views
