অনলাইন ব্যবসায় অনিয়ম ও প্রতারণা রোধে গণশুনানী

জাতীয়

নিজস্ব প্রতিনিধি : বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সভাকক্ষে অনলাইন ব্যবসায় অনিয়ম ও প্রতারণা রোধে অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক বাবলু কুমার সাহা’র সভাপতিত্বে গণশুনানী অনুষ্ঠিত হয়। সভায় আরো উপস্থিত ছিলেন পরিচালক (প্রশাসন ও অর্থ ) শামীম আল মামুন, ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, প্রধান কার্যালয়ের উপ-পরিচালকবৃন্দ, সহকারী পরিচালকবৃন্দ, ক্যাব এর প্রতিনিধি, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান হতে আগত প্রতিনিধিবৃন্দ।


বিজ্ঞাপন

সভায় দীর্ঘ সময়ব্যাপী প্রাণবন্ত আলোচনা হয়। মহামারী করোনাকালীন বাংলাদেশে অনলাইনে কেনাকাটা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে এ ব্যবসায় ক্ষেত্রবিশেষে যে অনিয়ম ও প্রতারণা হচ্ছে এ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় নিয়মতান্ত্রিকভাবে ব্যবসা পরিচালনাকারী সকল প্রতিষ্ঠানকে সাধুবাদ জানান। একইসাথে অনিয়ম ও প্রতারণার বিরুদ্ধে হুশিয়ারী উচ্চারণ করে সবাইকে ভোক্তাবান্ধব ও ব্যবসায়ীবান্ধব স্থিতিশীল বাজার ব্যবস্থাপনা গড়ে তুলতে উদাত্ত আহবান জানান।