অভয়নগর (যশোর) প্রতিনিধি : অভয়নগরে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা ও নওয়াপাড়া পৌর ছাত্রলীগ যৌথভাবে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা পরিষদে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মূর্যালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বিকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সমাবেশ, দোয়া ও কেক কাটা হয়।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ্ খালিদ মামুন’র সভাপতিত্বে আলোচনা সমাবেশ ও কেক কাটা হয়। নওয়াপাড়া পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক সাব্বির আহমেদ শান্ত’র সঞ্চালনায় বক্তব্য রাখেন নওয়াপাড়া ইনষ্টিটিউট-এর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ জি এম মনিরুজ্জামান মনি, নওয়াপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান মিলন, ছাত্রলীগ নেতা বাপ্পি দাশ, মুকিত মোল্যা, আবু বক্কার সিদ্দিক বাবু সহ প্রমূখ। আলোচনা সমাবেশ শেষে ছাত্রলীগ নেতা বাবু সরদার দোয়া পরিচালনা করেন।
সন্ধ্যায় নওয়াপাড়া বাজারের সোহরাব প্লাজার সামনে নওয়াপাড়া পৌর ছাত্রলীগের আয়োজনে কেক কাটা হয়। কেক কাটার পর পৌর ছাত্রলীগের পক্ষ থেকে একটি মিছিল নওয়াপাড়া বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। নওয়াপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান মিলন’র নেতৃত্বে মিছিলে অংশ গ্রহন করেন পৌর ছাত্রলীগের সহ-সভাপতি ইমরানুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহামুদুর হাসান মোহাম্মদ, ছাত্রলীগ নেতা ইয়াছিন হোসেন ইমন, মোঃ হাসিব হোসেন প্রমূখ।

