পরিবহন চালক ও হেল্পারদের সচেতনতা বৃদ্ধিমূলক সভা

সিলেট

নিজস্ব প্রতিনিধি : পরিবহন সেক্টরের শৃঙ্খলা রক্ষা, সড়ক দূর্ঘটনা প্রতিরোধ, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষে সূত্রোক্ত স্মারকের নির্দেশনা মোতাবেক পরিবহন চালক এবং হেল্পারদের রোববার সিলেট নগরীর জিন্দাবাজারে সিএনজি, লেগুনা চালকদের ট্রাফিক বিভাগ কর্তৃক ”পরিবহন চালক ও হেল্পারদের সচেতনতা বৃদ্ধিমূলক সভা” আয়োজন করা হয়। ট্রাফিক বিভাগের টিআই প্রশাসন জনাব বদিউল আমিন চৌধুরীর সঞ্চালনায় উক্ত সচেতনতা বৃষ্টি মূলক সভায় সভাপতিত্ব করেন জনাব আবুল খয়ের , সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর)। সচেতনতা বৃষ্টি মূলক সভায় বিভিন্ন পদবির পুলিশ কর্মকর্তাসহ পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য, চালক ও হেল্পার উপস্থিত ছিলেন। উক্ত কর্মশালা ৫০ জন পরিবহন চালক ও হেল্পার অংশগ্রহণ করেন যাদের মধ্যে ২০ জন সিএনজি চালক, ২০ জন লেগুনা চালক এবং ১০ জন অন্যান্য যানবাহন চালক ও হেলপার ছিলেন।


বিজ্ঞাপন

উক্ত কর্মশালায় আরো উপস্থিত ছিলেনঃ-
মোঃ আব্দুল মুকিত, টিআই, ট্রাফিক বিভাগ, এসএমপি, সিলেট।
মোঃ হাবিবুর রহমান, টিআই, ট্রাফিক বিভাগ, এসএমপি, সিলেট।
মোঃ ফাহাদ চৌধুরী, সার্জেন্ট, ট্রাফিক বিভাগ, এসএমপি, সিলেট।
কাজী রুনু মিয়া মইন, সভাপতি, জেলা হিউম্যান হলার শ্রমিক ইউনিয়ন, সিলেট।
আঃ হামিদ মিয়া, সিনিঃ সহ সভাপতি, সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন মুক্তিযোদ্ধা শাখা, সিলেট।