বিএসটিআই’র অভিযান

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : সোমবার পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যতীত পণ্য বিক্রয় ও বিতরণ এবং ভেরিফিকেশন সনদবিহীন ওজন যন্ত্র ব্যবহারের অপরাধে ২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’’ অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ঢাকা মহানগরীর মিরপুর-১ নম্বর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।অভিযুক্ত ২টি প্রতিষ্ঠানের মধ্যে প্রিন্স বাজার লিঃ-কে ১,০০,০০০/- (এক লক্ষ মাত্র) টাকা এবং নিউ তিশা জুয়েলার্স-কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার মাত্র) টাকা জরিমানাসহ ২টি মামলায় সর্বমোট ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার মাত্র) টাকা অর্থদণ্ড করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান -এর নেতৃত্বে সংস্থাটির ঊর্ধ্বতন পরীক্ষক ছানোয়ার হোসেন এবং পরিদর্শক মোঃ মাছুদুল হক অংশগ্রহণ করেন।


বিজ্ঞাপন