মোগলাবাজার থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

সারাদেশ সিলেট

নিজস্ব প্রতিনিধি : সোমবার মোগলাবাজার থানার জানুয়ারী ২০২১ মাসের “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সুযোগ্য পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এহসান উদ্দিন চৌধুরী পিপিএম এর উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ সোহেল রেজা পিপিএম, এবং বিভিন্ন বিট এলাকার কমিউনিটি পুলিশিং সদস্যবৃন্দ, মোগলাবাজার থানা এলাকার জনপ্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধিবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ। সকাল ১১.৩০ ঘটিকার সময় পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে ওপেন হাউজ ডে অনুষ্ঠান শুরু হয়। এরপর মোগলাবাজার থানার নবাগত অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম তার থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন এবং যে কোন প্রয়োজনে কারোও দারস্থ না হয়ে সরাসরি তার কাছে যাওয়ার জন্য বলেন। পরবর্তীতে অত্র এলাকার স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক প্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধিবৃন্দ পুলিশের কার্যক্রম ও এলাকার নাগরিক সমস্যা নিয়া তাহাদের নিজ নিজ বক্তব্য মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের সম্মুখে উপস্থাপন করেন। অনেক পুলিশের সাম্প্রতিক কর্মকান্ডের ভূয়সি প্রশংসার পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা, সম্পত্তি সংক্রান্ত সমস্যা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন, মাদক, কিশোর অপরাধ দমন এবং পুলিশি টহল বৃদ্ধি সম্পর্কে খোলামেলা বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে পুলিশ কমিশনার মহোদয় স্থানীয় জনসাধারণের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যের শুরুতেই তিনি বলেন আমরা দুর্নীতিমুক্ত সমাজ ও দুর্নীতিমুক্ত পুলিশ গঠনের জন্য কাজ করে যাচ্ছি। স্থানীয় জনগনের প্রত্যক্ষ সহযোগীতা ছাড়া মাদক ও জুয়া, দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা সম্ভবপর নয় এবং এই বিষয়ে সকলকে সহযোগীতা ও এগিয়ে আসতে হবে। এছাড়া তিনি ON TEST সিএনজি ও উচ্চ শব্দে মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার জন্য অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করেন। পরিশেষে সকলে কষ্ট করে ওপেন হাউজ অনুষ্ঠানে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন। প্রতি মাসের ১৮(আট) তারিখে মোগলাবাজার থানার মাসিক ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হবে।


বিজ্ঞাপন