মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে শোকজ, শিক্ষকদের মধ্যে উৎকন্ঠা

শিক্ষাঙ্গন

নিজস্ব প্রতিবেদক : গত ০১ ফেব্রুয়ারি মাউশি অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন স্বাক্ষরিত এক পরিপত্রে দশজন শিক্ষককে শোকজ করা হয়। পত্রের সূত্র থেকে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে দৈনিক ভোরের কাগজের একটি প্রতিবেদন শেয়ার করায় তাদের বিরুদ্ধে এই শোকজ নোটিশ ইস্যু করা হয়েছে। ৩ ফেব্রুয়ারি বুধবার দুইজন শিক্ষক নেতাকে পরিচালক মোহাম্মদ বেলাল হোসাইন এর কক্ষে জিজ্ঞাসাবাদ করা হয়। অন্যান্যদের মধ্যে উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন, সহকারী পরিচালক আমিনুল ইসলাম টুকু, সহকারী পরিচালক দূর্গা রানী সিকদার, শিক্ষা কর্মকর্তা চন্দ্র শেখর হালদার, মো. তরিকুল ইসলাম, দুদকের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন বলে জানা যায়। পূর্বে কখনো বড় ধরনের শোকজ নোটিশ উক্ত দপ্তর থেকে ইস্যু করা হয়নি। শিক্ষা ভবনে উপস্থিত একাধিক শিক্ষক বলেছেন এতে তাদের সমিতির প্রচ্ছন্ন হস্তক্ষেপ থাকতে পারে। এই নিয়ে শিক্ষকদের মধ্যে উৎকন্ঠা দেখা দিয়েছে।


বিজ্ঞাপন
👁️ 8 News Views