হোটেলে থেকে ৫ তরুণীসহ আটক ৩১

অপরাধ রাজধানী

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় ‘রিভার ওয়েভ’ হোটেল থেকে ৫ তরুণীসহ ৩১ জনকে আটক করেছে (র‌্যাব)।রোববার রাতে অভিযান চালিয়ে নগদ টাকা, মাদক এবং ক্যাসিনো সরঞ্জামসহ তাদের আটক করা হয়।


বিজ্ঞাপন

শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি মাজেদ খান ‘রিভার ওয়েভ’ হোটেলের মালিক।

র‌্যাব জানিয়েছে, উত্তরার ১০নং সেক্টর রানাভোলা এভিনিউ সড়কের ২২১ নং হাউসের, ২৩/২৪ নং রোডসংলগ্ন ‘রিভার ওয়েভ’ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাত পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যারা আটক রয়েছেন তাদের মধ্যে ২৬ জন পুরুষ ও ৫ তরুণী রয়েছে।


বিজ্ঞাপন
👁️ 6 News Views