পচা খেজুর ধ্বংস

অপরাধ আইন ও আদালত

নিজস্ব প্রতিনিধি : মুক্তারপুর ব্রীজ সংলগ্ন এলাইড কোল্ড ষ্টোরেজ এর মালিক প্রতিবছর প্রচুরপরিমাণ খেজুর আমদানি, সংরক্ষন ও বিক্রয় করে থাকেন। বুধবার আমি ও সদর উপজেলার পরিদর্শক প্রতিষ্ঠানটি পরিদর্শনে যাই। পরিদর্শন কালে খেজুর রাখার একটি অংশে গিয়ে দেখতে পাই যে খেজুরের উপর শেওলা, খেজুর গুলো ইদুরে খাওয়া সহ নিম্ন মানের। এর পর আমি বিষয়টি নির্বাহী ম্যাজিস্টেট কে অবহিত করি। কিছুক্ষন পর পুলিশ ফোর্সসহ এনডিসি স্যার উপস্থিত হন। পরবর্তীতে উক্ত নিম্ন মানের খেজুরগুলো নিচে নামানো হয়। খেজুরগুলো সরজমিন এ পরীক্ষান্তে খাওয়ার অনুপযোগী হিসেবে প্রতিয়মান হয় এবং ধ্বংস করার সিদ্ধান্ত হয়। উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজার দোষ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ২৬ ধারা মোতাবেক তিন লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয় ও আদায় করা হয়। পরবর্তীতে নিম্নমানের আনুমানিক ৮ টন খেজুর মাটির নিচে পুতে ধ্বংস করা হয়।


বিজ্ঞাপন