ইয়াবা সহ গ্রেফতার ২

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : ২২/০৪/২০২১খ্রিঃ তারিখ বিকাল ১৫.০৫ ঘটিকার সময় এয়ারপোর্ট থানাধীন উমদারপাড়াস্থা সোহেল মিয়ার মালিকানাধীন ভাড়াটিয়া বাসা হতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই(নিঃ)/অমিত সাহা, এসআই(নিঃ)/ গৌতম চন্দ্র দাশ ও দিবাকালীন চেকপোষ্ট-৩১ ডিউটিতে নিয়োজিত এএসআই(নিঃ)/ জসিম উদ্দিন, কং/১২৪৫ সালমা সকলেই এয়ারপোর্ট থানা, এসএমপি, সিলেট এবং সঙ্গীয় কং/২৭১৭ পাবেল আহমেদ, কং/২৯৯০ গোপাল কৃষ্ণ, উভয় পুলিশ লাইন্স, এসএমপি, সিলেট সহ অভিযান পরিচালনা করে ধৃত আসামী ১। মোছাঃ মারজানা আক্তান নিপা (৩০), স্বামী-মোঃ তাজিম উদ্দিন নান্নু, সাং-দলইমাটি, থানা-কানাইঘাট, জেলা-সিলেট, বর্তমানে সাং-উমদারপাড়া (সোহেল মিয়ার ভাড়াটিয়া), থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট ও পলাতক আসামী ২। মোঃ তাজিম উদ্দিন নান্নু (৪০), পিতা-আব্দুর রকিব, মাতা-ফাতেয়া বেগম, সাং-দলইমাটি, থানা-কানাইঘাট, জেলা-সিলেট, বর্তমানে সাং-উমদারপাড়া (সোহেল মিয়ার ভাড়াটিয়া), থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেটদ্বয়ের ভাড়াটিয়া বসত ঘর তল্লাশি করে তাদের শয়ন কক্ষে থাকা কাঠের তৈরী খাটের তোষকের নীচ হতে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। ধৃত আসামী মোছাঃ মারজানা আক্তান নিপা (৩০) কে হেফাজতে নিয়ে মালামাল জব্দ করতঃ জব্দকৃত আলামত সহ থানায় উপস্থিত হয়ে আসামীদ্বয়ের বিরুদ্ধে এজাহার দায়ের করলে এজাহারের প্রেক্ষিতে এয়ারপোর্ট থানার মামলা নং-৩০, তাং-২২/০৪/২০২১খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক)/৪১ রুজু করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 6 News Views