৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, চট্টগ্রাম এর উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শন এস এম আলম খান এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, চট্টগ্রাম এর একটি টিম চকরিয়া থানাধীন ফাঁসিয়াখালী এন আর সি পেট্রোল পাম্পের দক্ষিণ হতে ৫০০ (পাঁচ শত) পিস ইয়াবা সহ ময়মনসিংহ জেলার এলাকার ০২ জনকে গ্রেফতার করে ০১ টি নিয়মিত মামলা দায়ের করা হয়। তারা ময়মনসিংহের উ উদ্দেশ্যে ইয়াবাগুলো ট্রানজিট করতেছিলো।


বিজ্ঞাপন

আসামী-(১) মোঃ সুমন আকন্দ (২০), পিতাঃ মো আব্দুল খালেক, মাতাঃ মোসাঃ হোসনে আরা বেগম, এবং আসামী-(২) মোঃ নুরে আলম টমাস (২৫), পিতাঃ মোঃ জালালউদ্দিন, মাতাঃ মোছাঃ নুরজাহান, উভয় সাংঃ বারুরী (ডাঃ সাইফুলের বাড়ী), ০১ নং ওয়ার্ড, ডাকঘরঃ দাপুনিয়া-২২০০, থানাঃ ময়মনসিংহ সদর, জেলাঃ ময়মনসিংহ। তাকে বিকাল প্রায় ০২ঃ১৫ ঘটিকায় চকরিয়া থানাধীন ফাঁসিয়াখালী এন আর সি পেট্রোল পাম্পের দক্ষিণ হতে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে নিয়মিত মামলা দায়ের করা হয়।

 

👁️ 4 News Views