ধন্যবাদ বাংলাদেশ পুলিশ কে

অপরাধ বিনোদন

বিনোদন প্রতিবেদক : কাল প্রথম দেখে বুঝতেই পারছিলাম না আসলে কি হয়ে গেলো, কিছু লেখার বা বলার ভাষা খুঁজে পাচ্ছিলাম না, এমনও হতে পারে সেটা যেনো মানতেই পারছিলাম না।


বিজ্ঞাপন

পরীমনি একজন কাছের বন্ধু হিসেবে বলছিনা, সিনেমার পর্দার বাইরে যে মানুষ কে দেখে এসেছি এত বছর, সে আমার-আপনার পাশের বাড়ির মেয়ের মতই মিশুক, সদা হাস্যজ্জল এবং প্রাণবন্ত, তাকে এভাবে ভেঙে পড়তে দেখে বা কান্নায় জর্জরিত দেখে খুব ঘাবড়ে গিয়েছিলাম। একজন নায়িকা হিসেবে নয়, যেকোনো মেয়ের সাথেই অন্যায় হতে পারেনা, টাকার দেমাগ বা ক্ষমতার দাপটে কারোর পৈত্রিক সম্পত্তি হতে পারেনা কোনও মেয়ে। অন্যায় যার সাথেই হোক, প্রতিবাদ করা উচিত। রাষ্ট্রের চেয়ে বড় কোনো ব্যক্তি হতে পারেনা, আইনের ঊর্ধে কেউই নয় সেটা স্থাপন করতে হবে।

ধন্যবাদ বাংলাদেশ পুলিশ কে, বলিষ্ঠ ভূমিকা পালনে অপরাধীকে অতি স্বল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আমি আশা করবো সমাজের আর দশ জন সাধারণ মেয়ের বেলাতেও যাতে সমান ভাবে ভূমিকা পালন করে অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা।

বিচার হোক সমস্ত অপরাধীর, হোক প্রতিবাদ সব অন্যায়ের বিরুদ্ধে, গড়ে উঠুক অপরাধমুক্ত আমাদের সমাজ।