মেয়াদোত্তীর্ণ সব ওষুধ সরানোর আহ্বান

অপরাধ অর্থনীতি এইমাত্র জাতীয় জীবন-যাপন ঢাকা বানিজ্য রাজধানী সারাদেশ স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক
উচ্চ আদালতের বেঁধে দেয়া সময়ের আগেই দেশের সব ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ সরিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান। সোমবার সকালে রাজধানীর বংশালে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি। নির্দিষ্ট সময়ের পর মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেলে ফার্মেসি সিলগালাসহ মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি আয়োজিত ওই সভায় রাজধানী এবং দেশের বাইরে থেকে ব্যবসায়ীরা অংশ নেন। এ সময় তারা মহাপরিচালকের কাছে বেশকিছু দাবি তুলে ধরেন। ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকেও মেয়াদোত্তীর্ণ ওষুধ সরিয়ে নিয়ে স্বাস্থ্যসম্মত উপায়ে ধ্বংস করার আহবান জানান ব্যবসায়ীরা।


বিজ্ঞাপন
👁️ 6 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *